কলম চলবে অবিরত

অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে ফেলা সহজ, কিন্তু তাঁর এই চিন্তা চেতনাকে মাথা থেকে মুছে ফেলে দেওয়া কি সম্ভব?

ইদানীং বাংলাদেশের সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কিছু উক্তি তুলে ধরক্লাম নিচেঃ

” খুনিরা মুসলিম নয় ”
” ইসলাম এইটাকে কখনই সাপোর্ট করেনা ”
” ইসলামের বিরুদ্ধে লেখার দরকারটা কি? ”
” এগুলো ইহুদী নাসারা অথবা সরকার/বিরোধী দলের ষড়যন্ত্র ”
” যেমন কর্ম, তেমন ফল ”

অসির চেয়ে মসি বড় জানতাম, কিন্তু এতোটাই বড় তা আজকে উপলব্ধি করলাম।

কলম চলবে অবিরত…

Share the Post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *