বাংলাদেশে ইসলাম এবং ধর্মীয় অনুভূতি

রোজকার অভ্যাসবশতই বাংলাদেশের খবরের কাগজে দেখলাম ঢাকার বাড্ডায় নাকি একজন হিন্দু পুরোহিত প্রায় ৫ টি কোরান শরিফ পুড়িয়ে ছাই করে ফেলেছে। এ ঘটনার সত্যতা কিন্তু কেউ যাচাই করতে পারেনি। শুধুমাত্র গুজবও হতে পারে। তবে আমাদের দেশের তৌহিদি জনতা কিন্তু এই খবর শুনেই ঝাঁপিয়ে পড়ে সেই মন্দিরের উপর এবং পুরোহিতের উপর হামলা চালায়। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

তবে আমি একটি প্রশ্ন রেখে যেতে চাই, আপনারা সবাই জানেন বিগত বেশ কিছু বছরে ইসলাম ধর্মানুসারীরা বাংলাদেশের শত শত মন্দির ও  গির্জায় হামলা করে হাজার হাজার মুর্তি ভেঙ্গেছে। তখন এই তৌহিদি জনতা কি করছিল? বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ বলে কি সকল ধর্মীয় অনুভূতি শুধু তাদেরই আছে? বাকি কারো কি কোন ধরনের ধর্মানুভুতি নেই?

সোশ্যাল মিডিয়াতে সব মুসলমানরাই এই পুরোহিতকে হত্যার জন্য দোয়া করতে দেখলাম। তারা বলে এটি নাকি তাদের দায়িত্বের মধ্যে পরে। হায়রে আমার ধর্ম আর আমাদের ধর্মীয় অনুভূতি! বাংলাদেশের বর্তমান অবস্থা দেখলে একদম বুঝাই যায় যে ধর্ম কতোটা ঠুনকো বিষয়! পান থেকে চুন খসলেই আমাদের ধর্ম ভ্রষ্ট হয়ে যায়, আর অনুভূতিতে আঘাত লেগে যায়! আর এই ধর্মের অনুভূতি সচল রাখতে আমরা যা ইচ্ছা তা করতে পারি! কি অদ্ভুত!

Share the Post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *